হাঁপানিতে আক্রান্ত শিশু এবং তরুণদের জীবন পরিবর্তন করতে একসাথে কাজ করা

আমাদের নীতি

  • হাঁপানিতে আক্রান্ত সকল শিশু এবং তরুণদের হাঁপানি সংক্রান্ত উৎকৃষ্ট পরিচর্যা পাওয়ার অধিকার রয়েছে যা সকল জাতীয় সুপারিশকে পূরণ করে, তারা সেই পরিচর্যা যেখানেই পান না কেন সেটি সাপেক্ষে।
  • হাঁপানিতে আক্রান্ত শিশুদের দেখাশোনার সাথে জড়িত সকলকে শিক্ষিত এবং সহায়তা করা এই পরিচর্যা প্রদানের ক্ষেত্রে মৌলিক বিষয়
  • হেলথ প্রফেশনাল, টিচার, পরিবার এবং রোগীদের একসাথে নিয়ে কাজ করার সময়, সার্ভিসগুলোর মধ্যের পরিচর্যা সম্পর্কিত চাহিদাগুলো নিরবচ্ছিন্ন হতে হবে
  • রোগী এবং পরিবারগুলোকে তাদের হাঁপানিকে স্ব-পরিচালন করার ক্ষমতা দিতে হবে

সম্পাদকদের সাথে দেখা করুন

আমরা স্বাস্থ্য পেশাদার থেকে শুরু করে পিতামাতা থেকে শুরু করে হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একটি বৈচিত্র্যময় গোষ্ঠী যারা বাচ্চাদের হাঁপানি সম্পর্কে সচেতনতা এবং জ্ঞান উন্নত করার বিষয়ে উত্সাহী বিশ্বাসী।
আরও পড়ুন >

Beat Asthma কী?

হাঁপানি বেশ সাধারণ – যুক্তরাজ্যে প্রতি 10 জনের মধ্যে 1 জন শিশু এবং কিশোর এতে ভুগে থাকে।
হাঁপানিতে আক্রান্ত অনেক লোকের মৃদু রোগ/অসুস্থতা থাকে এবং তাদের উপসর্গগুলো তাদের জীবনের কোনো কিছুতেই হয়তো হস্তক্ষেপ করতে পারে না। ফলস্বরূপ, অনেক লোকজন হাঁপানি নিয়ে চিন্তা করেন না অথবা উপসর্গগুলোকে খুব গুরুত্ব সহকারে নেন না।

আরও পড়ুন >

লরাও হাঁপানিতে ভুগছেন এবং আমাদের BeatAsthma অ্যাম্বাসেডর হতে পেরে গর্বিত৷

laura weightmanলরা ওয়েটম্যান একজন মধ্যম-দূরত্বের দৌড়বিদ যিনি 1500 এবং 5000 মিটারে প্রতিদ্বন্দ্বিতা করেন ।
তার কৃতিত্বের মধ্যে রয়েছে 2012 লন্ডন অলিম্পিকস এবং 2016 রিও অলিম্পিকসে 1500 মিটারের ফাইনালে পৌঁছানো এবং 2014 কমনওয়েলথ গেমসে রৌপ্য জয়। 2018 সালে তার মাইল রান বেস্ট 4:20.49, তাকে বিশ্বের সর্বকালের শীর্ষ 25 এ স্থান দিয়েছে।

আরও পড়ুন >

BBC Look North-এ 'BeatAsthma' দেখুন